সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সুবিধা বঞ্চিত শিশুরা পেল ঈদের নতুন পোশাক

বগুড়া সংবাদ : বগুড়ার রেলওয়ে বস্তির সুবিধা বঞ্চিত অর্ধশতাধিক শিশুকে ঈদের নতুন পোশাক দিয়েছে ভাসমান স্কুল পথের দিশা। নতুন জামা পেয়ে অনিন্দ্য সুন্দর আনন্দে মেতে ওঠে হাড্ডিপট্রি এলাকার শিশুরা।

গতকাল শনিবার ভাসমান স্কুল আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

উপস্থিত ছিলেন পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি মহররম আলী, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, পরিচালক মোস্তফা মোঘল প্রমূখ। এদিন ৫০জন শিশুকে ঈদের নতুন জামা উপহার দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে রেলস্টেশন বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে পথের দিশা ভাসমান স্কুল। প্রতি বছর ঈদে নতুন পোশাক এবং ঈদ সামগ্রী বিতরণসহ সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করছে।

 

 

 

Check Also

২২ এপ্রিল বগুড়ায় ‘ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট’ শুরু

বগুড়া সংবাদ : বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ২২ এপ্রিল থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *