বগুড়া সংবাদ : বগুড়ায় এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৭টার দিকে ছোট কুমিড়া জান্নাতুল জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম মো.সাব্বির(১৭)। সেনি শিন্দারা ফকির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ছোট কুমিড়া পশ্চিম পাড়ার মো. রাশেদের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা সাব্বিরের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সার্জারি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, “বিষয়টির ব্যাপারে আমরা অবগত আছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে, এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
