সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে নির্বাচন কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালন

 

বগুড়া সংবাদ : দাবী মোদের একটাই ইসির অধিনে এনআইডি চাই, ফ্যাসিস্টের দোসরেরা ষড়যন্ত্র বন্ধ কর, লেখা প্লাকার্ড হাতে বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েসনের কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১ টায় থেকে শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার মোঃ রাজু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোঃ শাহিন   আলমসহ উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। মানববন্ধন ও অবস্থান কর্মসুচিতে বক্তব্য   রাখেন উপজেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদ  বলেন, ২০০৭-০৮ ইং সালে নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর সার্বিক সহযোগীতায় একটি নির্ভূল গ্রহনযোগ্য ভোটার তালিকা প্রনয়ণ করা হয়। এবং নির্বাচন কমিশন   কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম করে ৮ কোটি ১০ লক্ষ নাগরিকের ডেমোগ্রাফি ও বায়োমেট্রিক তথ্য ও ভোটার ডাটাবেইজ সংরক্ষন যা পৃথিবীর ইতিহাসে বিরলতম। এই ভোটার তালিকা ও এনআইডি নিয়ে দেশের এক শ্রেনীর ষড়যন্ত্রকারীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমরা এই চক্রান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কোন ক্রমেই আমাদের রক্তে গড়া এনআইডি অন্যের হাতে যেতে দেব  না। তা ছাড়া যদি  এনআইডি ইসি থেকে আলাদা করা হয় তবে ভোটারদের ভোটার হওয়ার আগ্রহ কমে যাবে বলে তিনি জানান।

Check Also

শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা ,শিবগঞ্জ বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *