সর্বশেষ সংবাদ ::

বগুড়ার শেরপুরে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত

 

বগুড়া সংবাদ :বগুড়ার শেরপুরে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পিছনে থাকা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন-উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১) ও সিদ্দিকের ছেলে সেলিম (২২)। এ ঘটনায় একই এলাকার লিটনের ছেলে রিফাত রহমান (২১) গুরুতর আহত হন। আজ বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ধরমোকাম এলাকার ফাল্গুনী হোটেলের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর দুর্ঘটনাটি ঘটে।

কয়েরখালি বাজারের মটরসাইকেল মেকার সাব্বির হোসেন ও স্থানীয়রা জানান, বিকেলে কয়েরখালি বাজার থেকে তিনজন মোটরসাইকেল নিয়ে শেরপুরে যান। ইফতারের আগে দ্রুতগতিতে মটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাবার সময় ধরমোকাম ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ওপর পড়ে যায়। এসময় পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নাঈম নিহত হন।

নিহতের বন্ধু জিতু জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পাই আমার বন্ধুরাই নিহত ও আহত হয়ে পড়ে আছে। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন এবং অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে সেলিমের মৃত্যু হয়।

Check Also

দেশের সকল গণতান্ত্রিক অন্দোলনে বিএনপি সক্রিয় ভূমিকা পালন করে আসছে -সাবেক এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ : কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *