সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সভাপতি কর্তৃক মাদরাসায় হামলা ও শিক্ষকদের চাকুরিচ্যুত করার হুমকির প্রতিবাদে মানববন্ধন

বগুড়া সংবাদ : বগুড়ায় রহমানিয়্যাহ হাফেজিয়া সালাফিয়্যাহ মাদরাসার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মাহফুজার রহমান ও তার বাহিনী দ্বারা মাদরাসায় হামলা, শিক্ষার্থী নির্যাতন ও অবৈধভাবে শিক্ষকদের চাকুরিচ্যুত করার হুমকির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে শহরের সাতমাথায় অত্র মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার আহলে হাদীস অনুসারী মুসল্লীবৃন্দ এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদরাসার মুহতামিম সাইফুল ইসলাম, সহকারি মুহতামিম মোঃ আব্দুল মুমিন, শিক্ষক সাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম, আব্দুল মাজেদ, আব্দুস সামাদ, মাসরাসার সহ-সভাপতি আবু বক্কর, একেএম খবির জোয়ারদার, গোলাম রব্বানী সেতার, সেক্রেটারী সাজেদুল হক মন্টু, কোষাধ্যক্ষ আব্দুল জলিল, সদস্য আফজাল হোসেন মুকুল, উপদেষ্টা হাবিবুর রহমান, এলাকাবাসী সাইফুল ইসলাম, আব্দুল হাই, জালাল উদ্দিন, লাভলু সরকার, আব্দুল হামিদ, আনসার আলী, মিজানুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বগুড়া শহরের রহমাননগরে অবস্থিত রহমানিয়্যাহ হাফেজিয়া সালাফিয়্যাহ মাদরাসাটি ২০০৮ সাল থেকে পরিচালিত হয়েছে আসছে। কিন্তু মাদরাসার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মাহফুজার রহমান ও তার বাহনী দ্বারা মাদরাসায় হামলা, তার দোসর সারোয়ার হোসেন কর্তৃক শিক্ষার্থী নির্যাতন ও অবৈধভাবে শিক্ষকদের চাকুরিচ্যুত করার হুমকি দিয়ে আসছেন। আমরা তার প্রতিবাদ করলে বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদান করেন। এছাড়া তিনি ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাদ্রাসার কোনো আর্থিক হিসাব কমিটির কাছে প্রদান করেননি। তিনি অর্থ আত্মসাৎ করেছেন এবং হিসাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
মাদরাসার মুহতামিম সাইফুল ইসলাম বলেন, মাদরাসার আহবায়ক কমিটির মেয়াদ শেষে ২০২৪ সালের ১৬ আগস্ট সভাপতিসহ ৫৪জন আহলে হাদিস অনুসারী মুসল্লিগণের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার মোঃ মাহফুজার রহমানকে সভাপতি এবং মোঃ গোলাম রব্বানী সেতারকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কিন্তু গঠিত কমিটি সভাপতির পকেট কমিটি না হওয়ায় এবং তার অর্থ আত্মসাধের সুযোগ না থাকায় সে সম্পূর্ণ গোপনে ও বেআইনিভাবে তার নিজস্ব দোসরদের নিয়ে একটি পকেট কমিটি গঠন করেন। এবং উক্ত কমিটির অধিকাংশ সদস্যই এলাকা ও আহলে হাদিস অনুসারী বহির্ভূত। সহ-সভাপতি মাদ্রাসার অর্থনৈতিক হিসাব চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ও সন্ত্রাসী দিয়ে হামলা চালান। এছাড়া মাদ্রাসার ব্যাংক একাউন্টে জমাকৃত প্রায় ৫০ লক্ষ টাকা সভাপতি আত্মসাৎ করেছেন এবং হিসাব চাইলে দিতে অস্বীকৃতি জানান। আমরা উক্ত সভাপতির দুনীতির সুষ্ঠু তদন্ত ও তার পদত্যাগের দাবি জানাচ্ছি।

Check Also

রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের আয়োজনে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *