বগুড়া সংবাদ :মাহে রমজানের তাকওয়া অর্জনে মাহে রমজানের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সান্তাহার বি.পি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার সান্তাহার পৌর শাখার আমীর মো: আব্দুল কাদেরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য হাফেজ মাওলানা আব্দুন নূর, বাংলাদেশ জামায়াতে ইসলামী আদমদীঘি উপজেলা শাখার আমীর হাফেজ আতোয়ার হোসেন, নায়েবে আমীর ডাঃ ইউনুস আলী, বগুড়া-৩ (আদমদীঘি—দুপচাঁচিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী গোলাম মোস্তফা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সান্তাহার পৌর যুব জামায়াতের সভাপতি তরিকুল ইসলাম, সান্তাহার কারিগরি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমূখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
