
বগুড়া সংবাদ : শুক্রবার বিকেলে বগুড়া শহরের বেতগাড়ী হাজীরান জামে মসজিদ মাঠে মরহুম নঈম উদ্দিনের ১৬তম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভা ও ইফতার মাহফিল বেতগাড়ী আদর্শ যুব সংঘ ও আম্মাজান এন্টার প্রাইজের স্বত্তাধিকারী জরজিস হোসেনের সভাপতিত্বে অনুষিশ্ঠত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন। আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা সাহেব আলী, ১৩ নং ওয়ার্ড জামায়াতের আমীর মতিউর রহমান মতি, সেক্রেটারী আবু সুফিয়ান পলাশ, ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইয়েদুল ইসলাম, তোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি রমজানের শিক্ষা কাজে লাগিয়ে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির পথ সুগম করার জন্য সকলের প্রতি আহবান জানান। মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।