
বগুড়া সংবাদ : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য গোলাম রব্বানী বলেছেন ধনীদের সম্পদের উপর আল্লাহ বিত্তহীনদের অধিকার দিয়েছেন। যাকাত ধনীদের কাছ থেকে নিয়ে দরিদ্রদের মাঝে বন্টন করা হয়। ফলে এর মাধ্যমে অর্থনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠা হয়। যাকাত আদায় ও বণ্টনের দায়িত্ব রাষ্ট্রের কিন্তু আমাদের দেশে রাষ্ট্রীয় ভাবে এটা কায়েম নেই। ফলে জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রাতিষ্ঠানিক ভাবে যাকাত আদায় ও কোরআনে বর্ণিত ৮টি খাতকে বিবেচনা করে সুষ্ঠু ভাবে তা বন্টনের ব্যবস্থা করে আসছে। ফলে সাহেবে নিসাব যারা আছেন, তাদেরকে জামায়াতে ইসলামীর এই যাকাত আদায় কার্যক্রমে যাকাত প্রদান করে সমাজের মানুষের সার্বিক উন্নয়নে ভুমিকা পালনের উদাত্ত আহŸান জানান। তিনি আরো বলেন আল্লাহ রাব্বুল আলামীন সিয়াম ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য আর রমজান মাস হলো তাকওয়া অর্জনের মুল সময়। তিনি রমজান থেকে শিক্ষা নিয়ে তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি শুক্রবার বিকেলে বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর মাদরাসা মাঠে ওয়ার্ড জামায়াতের বিশাল ইফতার মাহফিলে একথা বলেন। ২১ নং ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুস সালামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাহবুবুর রহমানের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, এ্যাডভোকেট শাহীন মিয়া, মাহফুজুল হক, সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, আজাদুর রহমান, মাস্টার কামাল হোসেন প্রমুখ। অধ্যক্ষ অধ্যক্ষ আবিদুর রহমান বলেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালুর মাধ্যমে সুদমুক্ত বাংলাদেশ গঠন হবে। সুদ ব্যবস্থায় মানুষ শোষিত হয়। যাকাত ব্যবস্থায় মানুষের সম্পদের পরিশুদ্ধতা হয়। শুধুমাত্র যাকাত ও ওশর আদায়েই নয়, প্রত্যেক মুসলিমকে দ্বীন কায়েমের জন্য তার মাল ও জান কুরবানির জন্য প্রস্তুত থাকতে হবে। যাকাত আদায় যেভাবে ফরজ। একই ভাবে দ্বীন কায়েম করাও ফরজ। দ্বীন কায়েমের জন্য অর্থ, সম্পদ, মেধা, ঘাম, শ্রম ও সময় দিতে হয় এবং হবে।
ক্যাপশন:
শুক্রবার বিকেলে বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর মাদরাসা মাঠে ওয়ার্ড জামায়াতের বিশাল ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য গোলাম রব্বানী।