
বগুড়া সংবাদ : বগুড়া জেলার সাবেক শিবিরদের নিয়ে জেলা প্রীতি সমাবেশ উপলক্ষে দুপচাঁচিয়ায় প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ৭ মার্চ শুক্রবার সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে প্রীতি সমাবেশ বাস্তবাযয়ন উপ-কমিটির সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওঃ ওমর আলী, সেক্রেটারি কে এম হেলালুল ইসলাম, জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী বগুড়া- ৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের, দুপচাঁচিয়া উপজেলা সহ -যুব বিভাগের সভাপতি আব্দুল বারীক, সেক্রেটারি বুলবুল আহমেদ বাশার, সহ-সভাপতি- কে এম মেহেদী হাসান, সহ-সভাপতি- মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক এম শাহিন আলম, মিডিয়া সম্পাদক মোহাম্মদ হোসাইন প্রমুখ। শিবিরের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধী পর্যন্ত দুপচাঁচিয়া উপজেলার সর্বস্তরের সাবেক কর্মী,সাথী সদস্যদের যথাসময়ে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা ও অন্য ভাইদের কীভাবে রেজিস্ট্রেশন করানো যায় সে ব্যাপারে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।