
বগুড়া সংবাদ :সারিয়াকান্দিতে অনলাইন গণমাধ্যম কর্মীদের সমন্বয় বৈঠক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে এ-সভা অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু।
সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহিদুর রহমান মিলনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাশেদ মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাব পত্রিকার বিশেষ প্রতিনিধি মহসিন আলী রাজু, জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি মাকছুদ আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দয়া, পৌর বিএনপির সহ-সভাপতি মাহবুবুল আলম তুপুল ও লাল মাহমুদ লাল, প্রবীণ সাংবাদিক মির্জা সেলিম রেজা, সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলী মুকুল,
বগুড়া অনলাইন প্রেসক্লাবের সমন্বয় রাকিবুল হাসান শান্ত,যুগ্ম সম্পাদক নূরনবী রহমান প্রমূখ।