সর্বশেষ সংবাদ ::

জুলাই শহীদদের প্রত্যেক পরিবার পাবে ৩০ লাখ টাকা

বগুড়া সংবাদ : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের প্রত্যেককে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ৩০ লাখ টাকার মধ্যে চলতি (২০২৪-২৫) অর্থবছর সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ ও বাকি ২০ লাখ টাকা আগামী অর্থবছরে দেওয়া হবে।

এ ছাড়া আহতদের তিনটি ক্যাটাগরি করে সহায়তা দেওয়া হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘এ’ ক্যাটাগরিতে ৪৯৩ জন, ‘বি’ ক্যাটাগরিতে ৯০৮ জন এবং ‘সি’ ক্যাটাগরিতে ১০ হাজার ৬৪৮ জন রয়েছেন।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিদের এককালীন পাঁচ লাখ টাকা এবং মাসিক ভাতা ২০ হাজার টাকা করে দেওয়া হবে। ‘বি’ ক্যাটাগরিদের ৩ লাখ টাকা এবং মাসিক ভাতা ১৫ হাজার টাকা, ‘সি’ ক্যাটাগরিদের এককালীন এক লাখ টাকা এবং প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

এ ছাড়া যেসব পরিবারের সামর্থ্য আছে তাদের সরকারি বেসরকারি-চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান শফিকুল আলম।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ উপস্থিত ছিলেন।

Check Also

খালদা জিয়ার সু¯তা কামনায় দুপচাঁচিয়ায় উপজলা সিএনজি মালিক সমিতির দায়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বিএনপির চয়ারপার্সন ও সাবক প্রধানম¿ী দশনত্রী বগম খালদা জিয়ার দ্রæত রাগমুক্তি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *