
বগুড়া সংবাদ : বগুড়ায় পুলিশ দেখে পালানোর সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের জহুরুলনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু ও একটি চাইনিজ কুড়াল পাওয়া যায়৷ গ্রেপ্তার দুই যুবকেরা হলেন- শহরতলীর মধ্য পালশা গ্রামের হেলাল প্রামাণিকের ছেলে শুভ প্রামানিক (২০) ও পুরান বগুড়া হিন্দুপাড়ার পলাশ ঘোষের ছেলে পার্থ ঘোষ (১৯)। এসব তথ্য নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন।
পুলিশের এই কর্মকর্তা জানান, সন্ধ্যায় জহুরুল নগর মদিনা মসজিদ এলাকায় চেকপোস্ট এর মাধ্যমে তল্লাশিসহ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ দেখে দুই যুবক পালানোর চেষ্টা করে। এরপর তাদের ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে শুভর কাছ থেকে একটি বার্মিজ চাকু এবং পার্থের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল পাওয়া যায়।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।