
বগুড়া সংবাদ :বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানরত জেলা প্রশাসক কাপ আন্ত:উপজেলা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথমটিতে বগুড়া সদর উপজেলা দল ৬ উইকেটে কাহালু উপজেলাকে পরাজিত করে এবং দ্বিতীয়টিতে গাবতলী উপজেলার বিপক্ষে ৫১ রানে শাজাহানপুর উপজেলা জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয় ।
সকালে টসে জিতে সদর উপজেলা দল কাহালুকে ব্যাট করতে পাঠায়। তারা ২০ওভারে ১২৯ রানে অলআউট হয়। দলের পক্ষে নহর ৪৬ রান করেন,রাফির ব্যাট থেকে আসে ২৬রান। সদরের আবির ৩টি, শফিউল ইসলাম সুহাস ২টি করে উইকেট নেন। জবাবে ১৮ ওভারে ৬ উইকেটে ১৩১রান করে। ফলে৬ উইকেটে জয় পায় বগুড়া সদর । দলের পক্ষে
রাজা রাশেদ ৭৬, মারুফ ২৪ রান করেন। কাহালুর জনি ২টি উইকেট শিকার করেন। বিজয়ী দলের রাজা রাশেদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব খালেদ মাহমুদ রুবেল।
দিনের অপর ম্যাচে গাবতলীকে ৫১ রানে পরাজিত করে শাজাহানপুর উপজেলা সেমিফাইনালে উঠেছে। টসে জিতে শাজাহানপুর উপজেলা প্রথমে ব্যাট করে ৭উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন বাবু , রিপনের ব্যাট থেকে আসে ২৬ রান। গাবতলীর রাফিউল ৩টি উইকেট লাভ করেন। জবাবে গাবতলী উপজেলা দল ১৯ দশমিক ৫ ওভারে ৯৮ রানে গুটিয়ে যায়। রাইয়াত দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন। শাজাহানপুরের ইফতি ও শফিক ৩টি করে উইকেট শিকার করেন। শাজাহানপুরের ইফতি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচ ২টি পরিচালনা করেন সাজু ও ফিরোজ । মঙ্গলবার সকাল ৯টায় দুপচাঁচিয়া বনাম নন্দীগ্রাম এবং দুপুর ১টায় সোনাতলা বনাম আদমদিঘি উপজেলা মুখোমুখী হবে।