
বগুড়া সংবাদ:বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় তৌফিকুর রহমান সোহাগ (৩২) নামের আদমদীঘি উপজেলা শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তৌফিকুর রহমান সোহাগ উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।।
আদমদীঘি থানা সুত্রে জানা গেছে, আদমদীঘিতে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় ৩ শত নামসহ অজ্ঞাত প্রায় ৫ শতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামী করা হয়েছে। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছিলেন আওয়ামী লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীরা। গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ইউপির কায়েতপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তফাজিুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল শনিবার দুপুরে তাকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়।