
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারী চালিত অটোভ্যানের ৫আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বানিয়াদীঘি এলাকার সাইফুল ইসলামের ছেলে শাফিকুল ইসলাম(৪২) একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মোজাহার আলী(৬০) ও আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার মৃত মুনছুর আলীর ছেলে শহিদুল ইসলাম(৬০)। এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যান চালক ময়েন আলী(৫২) ও মেজবাউল হক স্বাধীন(১৯) মারা যান। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়ে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত ২১ফেব্রæয়ারি শুক্রবার রাত সোয়া ৮টার সময় বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকার আরিফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই ট্রাকটি চলে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাশ্ববর্তী কাহালুর উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকার এবিসি টাইল্স ফ্যাক্টরীর কয়েকজন কর্মচারী কাজ শেষে ব্যাটারী চালিত অটোভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছিলে ভ্যানের এক্সেল ভেঙ্গে গিয়ে রাস্তার উপরে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি গরু বোঝাই ট্রাক ওই ভ্যানের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন দুর্ঘটনায় আহত অপর ৩জনকে দ্রæত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত কাহালু উপজেলার ডিপুইল গ্রামের ভ্যান চালক ময়েন আলী(৫২) ও চৌমুহনী বানিয়াদীঘির মেজবাউল হক স্বাধীনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত চৌমুহনীর বানিয়াদীঘির মোজাহার হোসেন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ৫জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু সড়ক দুর্ঘটনা, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।