বগুড়া সংবাদ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুপচাঁচিয়া বৈষম্য ছাত্র আন্দোলন আয়োজনে জুলাই-আগস্ট গণহত্যার চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২১ ফেব্রæয়ারি সন্ধ্যায় সি অফিস বাস স্ট্যান্ড এলাকায় বৈষম্য ছাত্র আন্দোলন প্রতিনিধি গোলাম রাব্বানী আদিলের সভাপতিত্বে ও শিক্ষক রাজু আহম্মেদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ শাহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, মডেল মসজিদে ইমাম মাওঃ জুবায়ের আহম্মেদ, নিহত মনির এর পিতা ছামসুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাহিদা আক্তার, রানা, মেঘা আক্তার প্রমুখ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নিহত পরিবারের সদস্যদের সম্মাননা উপহার প্রদান করা হয়। পরে জুলাই আগস্ট গণহত্যার চিত্র প্রদর্শনী করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
