
বগুড়া সংবাদ :মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকালে ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার কাহালু উপজেলার আয়োজনে খতমে কোরআন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলা ফিন্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মাদ আব্দুল্লাহ আল মাহমুদ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
আলোচনা সভা শেষে কাহালু উপজেলা মডেল মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কাহালু উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল গালিব।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, সাধারণ কেয়ারটেকার আব্দুল বারী সহ ইসলামিক ফাউন্ডেশনের প্রাক-প্রাথমিক শিক্ষা, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।