সর্বশেষ সংবাদ ::

বগুড়া জেলার শ্রেষ্ঠ পরিদর্শক (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান 

বগুড়া সংবাদ :বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জানুয়ারি মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন আদমদীঘি থানার পরিদর্শক (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান। সম্প্রতি মাসিক কল্যাণ ও অপরাধ সভায় বগুড়া পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম) তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী শ্রেষ্ঠ উপ পরিদর্শক  হিসাবে আদমদীঘি থানার ফেরদৌস আলী ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসাবে উপ পরিদর্শক আমিরুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এ বিষয়ে আইজপি পদক প্রাপ্ত ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, একই থানা থেকে এক সাথে তিনটি সম্মাননা পাওয়া গর্বের। এই সম্মাননা আমাদের কাজের গতি ও দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। ওসি আরও বলেন, আমি আদমদীঘি থানায় যোগদানের পর থেকে আইনের মধ্য দিয়ে পুলিশি সেবা প্রদান করে আসছি। ওসি হিসেবে পাওয়া শ্রেষ্ঠত্বের এ সম্মাননা আমার একার নয়, এ সম্মাননা থানার সকল পুলিশ সদস্যের। এ সম্মাননা আমাকে আরও ভালো কাজ করতে প্রেরণা জোগাবে। উল্লেখ্য, ওসি এসএম মোস্তাফিজুর রহমান গত বছরের ২৯শে সেপ্টেম্বর আদমদীঘি থানায় প্রথম ওসি হিসেবে যোগদান করেন।

Check Also

বগুড়ায় বস্তির শিশুদের মাঝে পথের দিশার ঈদসামগ্রী বিতরন

বগুড়া সংবাদ : পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে রবিবার দুপুরে বগুড়া রেল স্টেশন বস্তির (হাড্ডিপট্রি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *