
বগুড়া সংবাদ : বৃহস্পতিবার সকাল ৯টায় উপশহর খেলার মাঠে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা উপশহর শাখার উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদরাসার প্রিন্সিপাল ইনচার্জ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। কালচারাল শিক্ষক এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক হাবিবুল্লাহ মুহাম্মাদ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, বগুড়া শহর জামায়াতের ১৬ নং ওয়ার্ড আমীর রেজাউল করিম, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা রহমান নগর শাখার শাখা প্রধান নাজমুল হাসান মিজান, তানযীমুল উম্মাহ উপশহর গার্লস সেকশন প্রধান হাফেজ মাওলানা শাহাবুদ্দিন সরকার, রহমান নগর শাখার সেকশন প্রধান হাফেজ মাওলানা আতাউর রহমান, মোকাররম হোসাইন প্রমুখ।