
বগুড়া সংবাদ : ছাত্রদল থেকে যুবনেতা সৌরভ হাসান শিপলু
কর্মীবান্ধব শহর ছাত্রদলের সাবেক সভাপতি সৌরভ হাসান শিপলু এখন বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। বগুড়া শহর জুড়ে ছাত্ররাজনীতির ইতিহাসে সৌরভ হাসান শিপলু, নামটি ছিল বেশ সমাদৃত। জেলা শহর থেকে প্রান্তিক, সর্বত্রই দলের কর্মী সৃষ্টির কারিগর হিসেবেও এ নামটির সুনাম দীর্ঘদিন ধরে। দলীয় নেতা-কর্মীরা বলছেন, ছাত্র জীবনে তিনি সক্রিয় এবং কর্মীবান্ধব নেতা ছিলেন। সৌরভ হাসান শিপলু বলেন, রাজনীতিতে ত্যাগ এবং পরিশ্রম কখনো বৃথা যায় না। রাজনীতি করছি দলের জন্য, দলের সাংগঠনিক কর্মকান্ড সচল রাখতে। বিগত দিনে আওয়ামীলীগ, যুবলীগের ও ছাত্রলীগের বিরুদ্ধে রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছি। আমি ছাত্ররাজনীতি করা সময় বিএনপি ও ছাত্রদলের সকল কর্মসূচী পালনের জন্য আওয়ামীলীগ ও পুলিশের বাধা উপক্ষে করে কর্মসূচী পালন করেছি। তার জন্য হামলা-মামলাও হয়েছে আমার বিরুদ্ধে। এখনো আমার বিরুদ্ধে ১৩টি মামলা চলমান রয়েছে। ৪দফা জেল খেটেছি। দীর্ঘ ১৬বছর আওয়ামীলীগের অপরাজনীতির বিরুদ্ধে বারবার রাজপথে আন্দোলন সংগ্রাম করে জেল খেটেছি। বহু মামলার আসামী হয়েছি। রাজনীতির নানা সমীকরণ পার হয়ে এখান শহর যুবদলে নেতৃত্ব দিচ্ছি। দেশের সংকট নিরসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যে কোন আন্দোলন সংগ্রাম করতে আমরা সবসময় রাজপথে প্রস্তত আছি। বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, তিনি সর্বক্ষেত্রে যুব সমাজের অহংকার, আইকন এবং তার বিকশিত যোগ্য নেতৃত্ব পরিলক্ষিত হচ্ছে। আগামীতে শহর ও জেলার সবগুলো থানায় যুবদলের নেতা-কর্মীদের আস্থা ও বিশ্বাস অর্জনে সৌরভ হবে সবার উর্ধ্বে। তার কাছে নেতা-কর্মীরা আস্থাশীল। সৌরভের রাজনীতির জীবন শুরু হয় ২০০৫ সালে বগুড়া পৌরসভার ১২ নং ওয়ার্ডের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন, ২০১২সালে বগুড়া জেলা ছাত্রদলের সহ-ক্রিড়া সম্পাদক, ২০১৪ সালে বগুড়া শহর ছাত্রদলে সাংগঠনিক সম্পাদক, ২০১৮ সালে বগুড়া শহর ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়, বগুড়া শহর যুবদলের আহবায়ক কমিটির সদস্য যুগ্ম আহবায়ক হন, এবং সর্বশেষে ২০২৫ সালে ৫ ফেব্রুয়ারি তারিখে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া শহর যুবদলের কমিটি ঘোষনা করা হয়। ঘোষিত কমিটিতে শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয় সৌরভ হাসান শিপলু।