সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে গুরুত্বপূর্ণ কালভার্টের মুখ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

সান্তাহারে গুরুত্বপূর্ণ কালভার্টের মুখ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর বাইপাস তিন মাথা মোড় অবস্থিত হা-মীম

পেট্রোল পাম্পের মালিকের বিরুদ্ধে রাতের অন্ধকারে মাটি দ্বারা গুরুত্বপূর্ণ কালভার্টের মুখ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকালে নওগাঁ – বগুড়া মহাসড়কের বশিপুর বাইপাস তিন মাথা মোড়ে হা-মীম পেট্রোল পাম্পের সামনে   ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভার সভাপতিত্বে করেন সান্তাহার পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিজামুল আলম বৃত্তি।  অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সান্তাহার শখের পল্লী স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাবেক কাউন্সিলর শাকিল আলম, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক, বায়তুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক এমদাদুল হক, শিক্ষক বেলাল হোসেন, নাহিদ আলম, যুবদলের নেতা জাকিরুল ইসলাম জুয়েল, আমিনুল ইসলাম কোয়েল, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, তাঁতী দলের সভাপতি জোবায়ের হোসেন জবা, রুনা আক্তার, রোকসানা বেগম প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অবিলম্বে এই গুরুত্বপূর্ণ কালভার্টের মুখ পরিষ্কার করে পানি নিষ্কাশনের পথ বের করে দেওয়া জন্য পৌর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

Check Also

ইমানকে মজবুত করার জন্যই রমজান মাস-অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়া সংবাদ :  বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন,ইমানকে মজবুত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *