
বগুড়া সংবাদ : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ফেব্রæয়ারি বৃহস্পতিবার উপজেলা জামায়াতের কার্যালয় হতে এক র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। র্যালি শেষে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পশ্চিম বগুড়ার সেক্রেটারী হাফেজ আল ইমরানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পশ্চিম বগুড়ার সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পশ্চিম বগুড়ার সাবেক সভাপতি মিজানুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারী ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের প্রমুখ। এসময় উপজেলা ছাত্রশিবির সভাপতি ও সেক্রেটারীসহ ছাত্রশিবিরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।