

বগুড়া সংবাদ :বগুড়া শাজাহানপুরের বারআঞ্জুল দারুল আমান বালিকা ও বারআঞ্জুল বালক দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফ্রেব্রয়ারী) মাদ্রাসা মাঠে বালক ও বালিকা মাদ্রাসার যৌথ আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রতিযোগীতা শেষে বিকেলেস পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল আবুল বাশার।
মহাস্থান শাহ বলখী (রহঃ) ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং বারআঞ্জুল দারুল আমান বালিকা মাদ্রাসার সুপার গোলাম আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য বিএনপি নেতা তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান আলী আকন্দ, উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। এসময় মাদ্রাসার সুপার মাও খোরশেদ আলম সহ শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।