সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণের গহনা লুট

বগুড়া সংবাদ  :সোনাতলা পৌর সদরে খোকন নামে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে পরিবারের সকলের হাত-পা ও মুখ বেঁধে প্রায় আটভরি স্বর্ণের গহনা, নগদ টাকা ও মূল্যবান বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। এ ঘটনা গত সোমবার রাত প্রায় তিনটার দিকে ঘটেছে। খোকনের পরিবার ও স্থানীয়রা জানায় সোনাতলার পার্শ্ববর্তী নিয়ামতের বাইগুনী গ্রামের মৃত হামিদ তালুকদারের ছেলে সোনাতলা পৌর সদরে সাব-রেজিস্ট্রি অফিসের পাশে নিজ বাসায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন। তিনি ঢেউটিন,রড ও সিমেন্ট ব্যবসায়ী। অন্যান্য দিনের মতো ঘটনার দিনগত রাতে দোকানদারী করে বাসায় ফিরে খাওয়া দাওয়া শেষে বাসার গেট,জানালা ও দরজা বন্ধ করে সবাই মিলে বিছানায় ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে ৭/৮ জনের একদল ডাকাত মই সংগ্রহ করে সেই মই দিয়ে বাসার ভিতরে ঢুকে খোকনের মা,শ্বাশুড়ি,স্ত্রী ও ছেলে নীরবের হাত-পা বেঁধে রাখে। নীরবের মাথায় শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। এদিকে কোনো এক সময় খোকনকে কিছু খাওয়াইয়ে অচেতন করে। এমন অবস্থা সৃষ্টি করে ডাকাতরা প্রায় ৮ ভরি স্বর্ণের গহনা,নগদ প্রায় ৫ লাখ টাকা,ল্যাপটপ,কম্পিউটার,মোবাইল ফোনসহ প্রায় বিশলাখ টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে। থানার ওসি মিলাদুন নবী ডাকাতির বিষয়টি নিশ্চিত হয়েছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় সোনাতলাবাসী বিস্মিত হয়েছেন।

Check Also

প্রাইভেটকারের থাক্কায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু নিহত, মা-মামা ও ভাই আহত 

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রাইভেটকারে ধাক্কায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *