সর্বশেষ সংবাদ ::

সেচ কাজে বাধা প্রদান শিবগঞ্জে বিদ্যুৎতের লাইন বিচ্ছিন্ন করায় প্রতিপক্ষকে বিভিন্ন ধরনের হুমকী

বগুড়া সংবাদ :বগুড়ার শিবগঞ্জ পঞ্চদাস ফসলের মাঠে  অবৈধভাবে গভীর নলকূপ বসানোর সেচ এর বিদ্যুৎতের লাইন বিচ্ছিন্ন করায় প্রতিপক্ষ এরশাদ আলী গংদেরকে বিভিন্ন ধরনের হুকমী-ধামকী সেচ কাজে বাধা প্রদান করছে।

জানাযায়, শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস গ্রামের  মৃত রফিকুল ইসলামের পুত্র মোঃ এরশাদ আলী দীর্ঘ ৫০ বছর পূর্বে বিএডিসির কর্তৃক অনুমোদন নিয়ে পঞ্চদাস ফসলের মাঠে গভীর নলকূপ স্থাপন করে  ১৮০ বিঘা জমিতে সেচ প্রদান করে আসছে। কিন্তু একই গ্রামের মৃত তায়েব আলী ফকিরের পুত্র মোঃ তোজাম্মেল হক ফকির এলাকার প্রভাবশালী এক খুটির জোরে এরশাদ আলী গভীর নলকূপ স্কীমের মধ্যে অবৈধভাবে জোরপূর্বক ভাবে আরো একটি গভীর নলকূপ বসিয়ে এরশাদ আলী সেচ কাজে বাধা প্রদান করে মর্মে সংঘর্ষের আশংকা তৈর করে আসছে তোজাম্মেল হক ফকির। এরপরিপ্রেক্ষিতে এরশাদ আলী বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখায় ও জিএস শাখায় অভিযোগ করলে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে বগুড়া জুডিশিয়াল নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও প্রশাসনের এর মাধ্যমে তোজাম্মেল হক ফকির এর গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঘরে সীলগালা করা হয়। এরপর থেকে তোজাম্মেল গং এরশাদ আলীকে বিভিন্ন ধরনের হুমকী-ধামকী দিচ্ছে। একই সাথে তার স্কীমের মধ্যে থাকা কৃষকদের সেচ কাজে পানি না নেওয়া সহ কৃষকদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। বিষয়টি নিয়ে উক্ত স্কীমের মধ্যে থাকা জমির মালিক আফছার ও সেকেন্দার এর মতো অনেকে বলছেন অযৌক্তিক ভাবে তোজাম্মেল গায়ের জোরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। তারা আরো বলেন এরশাদ এর স্কীমের মধ্যে গভীর নলকূপ থেকেতো সেচ কাজে আমাদের কোন অসুবিধা হচ্ছে না। বিষয়টি নিয়ে এরশাদ আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার স্কীমের মধ্যে অবৈধভাবে তোজাম্মেল হক গভীর নলকূপ বসিয়ে অনেক সময় আমার সেচ কাজে বাধা প্রদান করছে এবং আমাকে বিভিন্ন ধরনের হুমকী-ধামকী দিচ্ছে। আমার স্কীমের মধ্যে থাকা কৃষকদেরকে বলছে তোরা যেন এরশাদ আলী কাছ থেকে পানি নেস না আমি যেভাবে হক বিদ্যুৎতের সংযোগ নিব, লাইন কেটে দিয়েছে তা কী হয়েছে, টাকা হলে সবই হয়। এদিকে ঘটনাটি বিষয়টি নিয়ে তোজাম্মেল হক ফকিরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Check Also

আদমদীঘিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন গ্রেপ্তার

বগুড়া সংবাদ:বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় মোশারফ হোসেন (৫০) নামের এক আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *