সর্বশেষ সংবাদ ::

বগুড়ার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী নিহত ও স্বামী আহত

বগুড়ার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী নিহত ও স্বামী আহত

বগুড়া সংবাদ : বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকায় ট্রাকের টাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্ত্রী নিহত এবং স্বামী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার রাত ৯ টায় সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিলার নাম রেহেনা বেগম (৩০) এবং আহত হলেন সবুজ সরকার (৩৫)। তারা উভয়েই সম্পর্কে স্বামী ও স্ত্রী। তাদের বাড়ি বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের দশটিকা দক্ষিণপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও আত্মীয় স্বজন সুত্রে জানা যায়, নিহত রেহেনা বেগমের চাচীর জানাজা শেষে স্বামী স্ত্রী মোটরসাইকেল যোগে তাদের বাড়িতে ফিরছিল। এসময় তারা টিএমএসএস পাম্পে মোটরসাইকেলে তেল তুলে বাড়ির দিকে ইউটার্ন নেওয়ার সময় হিলি থেকে আসা চালবাহী ট্রাক এসে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়৷ এসময় ঘটনাস্থলেই স্ত্রী রেহানা মারা যায় ও তার স্বামী সবুজ আহত হয়৷ পরে স্থানীয় এলাকাবাসী ঘাতক ট্রাক সহ ট্রাকচালক ও হেলপারকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত সোলেমান আলীর পুত্র ট্রাকচালক হারুন মিয়া (৪২) ও চালকের সহযোগী একই গ্রামের শহিদুল ইসলাম এর পুত্র সোহান মিয়া (১৫) (আইনের সাথে সংঘাতে জড়িত শিশু)।

এব্যাপারে কুন্দারহাট হাইওয়ে থানার (ওসি) মোঃ মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা জানিয়ে বলেন, ঘাতক ট্রাকের চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে। পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

আদমদীঘিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন গ্রেপ্তার

বগুড়া সংবাদ:বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় মোশারফ হোসেন (৫০) নামের এক আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *