
বগুড়া সংবাদ :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা বিএনপি নেতা ও জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে সোমবার (৩ ফেব্রæয়ারি) বিকেলে পাকুল্লা ইউনিয়নের লুৎফর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকার ৭৫০ জন দরিদ্র শীতার্ত নারী-পুরুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ পূর্ব তিনি বক্তব্যে বলেছেন, আমি একজন সৎ প্রকৃতির মানুষ। সৎ পথে থেকে হালাল উপার্জন করার মানুষ। আমি যদি বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন পাই এবং এমপি হিসেবে নির্বাচিত হই তাহলে প্রথমেই আমার নির্বাচনী এলাকা সোনাতলা-সারিয়াকান্দির বেকার মানুষদের বেকারত্ব দূর করার চেষ্টা করবো। আমি যেমন কখনো দুর্নীতি করি না এবং কোনো চেয়ারম্যান মেম্বরকেও দুর্নীতি করতে দিবো না। আমি যেন ন্যায়-নীতির আদর্শ ধরে রাখতে পারি। আমি পূর্ব থেকে জনগণের বিপদা-পদে পাশে আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আমি যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জন্য তথা দেশের মানুষের জন্য নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারি, এমন দোয়া চাই সকলের কাছ থেকে। তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ুর লক্ষ্যে সবার প্রতি উদাত্ত আহবান জানান। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোশারফ হোসেন,জুয়েল মিয়া,বাদল হোসেন,হারুন অর রশিদ,যুবদল নেতা আব্দুল মোমিন,আবু বকর সিদ্দিক বাবু,রেজাউল বারী অরুণ,কৃষকদল নেতা জাহিদুল সরকার, মানিক হোসেন ও জিয়া টাস্কফোর্স নেতা রাকিব হোসেনসহ অনেকে।