বগুড়ায় অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প শুরু

বগুড়ায় অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প শুরু

বগুড়া সংবাদ: বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনের জন্য বগুড়া জেলা দল গঠনের লক্ষ্যে ৭ দিনব্যাপী অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে ক্যাম্প উদ্বোধন করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য খাজা আবু হায়াত হিরু। এসময় জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, জেলা দলের কোচ রিফাত হাসান, ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ ৬০জন কিশোর ক্রিকেটার উপস্থিত ছিলেন। টুর্ণামেেেন্ট অংশগ্রহন করতে জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দল আগামী ১৪ ফেব্রুয়ারি রাজশাহী যাবে। ১৫, ১৬ ও ১৯ ফেব্রুয়ারি বি-গ্রুপে ৩টি ম্যাচ খেলবে বগুড়া দল। বগুড়ার প্রতিপক্ষ দলগুলো হলো- নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং সিরাজগঞ্জ জেলা। ২২ ও ২৩ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ২৫ ফেব্রুয়ারি টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা স্টেডিয়ামে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

Check Also

ধুনটে যমুনা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযান

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *