
বগুড়া সংবাদ : সোনাতলায় ঘোড়াপীর মাজারের পূর্ব পাশে আন-নূর সাইন্টিফিক মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,বিজ্ঞান মেলা,বই প্রদর্শনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অতিথিবৃন্দ ফিতাকেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। শনিবার (১ ফেব্রæয়ারি) দুপুরে মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার চেয়ারম্যান গোলাম রব্বানী রোমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির মজলিসে সুরা সদস্য ও ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন। তিনি বক্তব্যে বলেছেন এদেশে অনেক টাউট বাটপার রয়েছে। আমরা টাউট বাটপার তৈরি না হয়ে যোগ্য নাগরিক তৈরি হবো। দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবো। তিনি আরো বলেন মায়েদের পায়ের নিচে সন্তানদের বেহেস্ত। বেহেস্তে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে। বেহেস্তে যাওয়ার মতো যেসব করণীয় তা আমাদেরকে সঠিকভাবে করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল তৈয়ব হাবিব রাজা আকন্দ বলেছেন, বর্তমান সমাজ ব্যবস্থা এমন কলুষিত হয়েছে, যা অভাবনীয়। এ থেকে বেরিয়ে আসতে আমাদের সন্তানদেরকে বাংলা ইংরেজি শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা গ্রহণ করা উচিত। অনুষ্ঠানের সভাপতি গোলাম রব্বানী রোমান বলেছেন মাদ্রাসা শিক্ষাকে এক সময় মন্দ ভাবা হতো। আজকে এটা ভাবার সুযোগ নেই। আজকের আধুনিক প্রজন্ম শিশুদেরকে আমরা এই মাদ্রাসার আঙ্গিনায় নিয়ে এসে শুধু আরবি ও কোরান শিক্ষা দিচ্ছি না। এর পাশাপাশি সকল বিষয়ে এ মাদ্রাসায় পড়ানো ও শিখানো হচ্ছে। অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল,প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাও.মোঃ শামিম আহমেদ,হাফেজ মাসুদুর রহমান মাদানী,সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু,সাংবাদিক ইকবাল কবির লেমন ও শিক্ষার্থী নূরে জান্নাত। উপস্থিত ছিলেন মাস্টার হেলাল আহমেদ,সহকারী শিক্ষক শেখ শাকিল,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম ও পৌর ছাত্রদল সভাপতি বকুল ইসলাম-সহ অভিভাবক ও শিক্ষার্থীরা। বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।