
বগুড়া সংবাদ :শুক্রবার সকালে শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াতের ওয়ার্ড সভাপতি সেক্রেটারী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম, আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুল রাজ্জাক, অধ্যাপক রফিকুল ইসলাম, এ্যাভোকেট আল আমিন, অডিট ও নির্বাচন সম্পাদক এ্যাড. রিয়াজ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, আইন ও আদালত সম্পাদক এ্যাভোকেট শাহিন মিয়া, এ্যাড, রিয়াজ উদ্দিন, মাওলানা হেদায়েতুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন জামায়াত একটি আদর্শবাদী, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক ও গণমুখী রাজনৈতিক দল। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সুখে-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করেছে, এখনো করছে এবং আগামী দিনেও আমাদের এই সব কল্যাণমুখী তৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।