সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :শুক্রবার সকালে শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াতের ওয়ার্ড সভাপতি সেক্রেটারী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম, আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুল রাজ্জাক, অধ্যাপক রফিকুল ইসলাম, এ্যাভোকেট আল আমিন, অডিট ও নির্বাচন সম্পাদক এ্যাড. রিয়াজ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, আইন ও আদালত সম্পাদক এ্যাভোকেট শাহিন মিয়া, এ্যাড, রিয়াজ উদ্দিন, মাওলানা হেদায়েতুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন জামায়াত একটি আদর্শবাদী, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক ও গণমুখী রাজনৈতিক দল। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সুখে-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করেছে, এখনো করছে এবং আগামী দিনেও আমাদের এই সব কল্যাণমুখী তৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

 

Check Also

আদমদীঘিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন গ্রেপ্তার

বগুড়া সংবাদ:বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় মোশারফ হোসেন (৫০) নামের এক আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *