সর্বশেষ সংবাদ ::

চিরশায়িত হলেন মোমেন তালুকদার খোকা… হাজার হাজার মানুষের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়

চিরশায়িত হলেন মোমেন তালুকদার খোকা…
হাজার হাজার মানুষের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়

বগুড়া সংবাদ :হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি মনোনীত ২ বারের সাবেক জাতীয় সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন তালুকদার খোকা। গতকাল বুধবার সকাল ৯ টায় ১ম জানাজা দুপঁচাচিয়া উপজেলা, ২য় জানাজা আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠ, ৩য় জানাজা সান্তাহার আধুনিক স্টেডিয়াম মাঠে ১১ টায় এবং বাদ জোহর বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুঁড়ি নিজ গ্রামে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাঁকে দাফন করা হয়।

আব্দুল মোমেন তালুকদার খোকার জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয়। দল-মত নির্বিশেষে খোকার জানাজায় শেষ শ্রদ্ধা জানানো হয়। অনেকে কান্নায় ভেঙে পড়ে। জানাজায় বক্তব্য দিতে গিয়ে সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, তার হাতেই রাজনীতি শুরু করেছি তাইতো তিনি আমার রাজনীতির গুরু ছিলেন। সবার কাছে দোয়া কামনা করেন। বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যান সম্পাদক মাহফুজুল হক টিকন বলেন, যাঁহারা মরহুম আব্দুল মোমেন তালুকদার খোকাকে মিথ্যা মামলা দিয়ে নানা রকম হয়রানি করেছে তাদের বিচার এই মাটিতেই হবে ইনশাআল্লাহ। বগুড়া জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয় সম্পাদক ও  বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান মরহুমের রাজনৈতিক সহকর্মী তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণা করেন। মরহুমের ছোট ভাই আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার বলেন, পরিবারের পক্ষ থেকে সকলেই কাছে বড় ভাই এর জন্য দোয়া চাইলেন।
এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ হাজার হাজার নেতা-কর্মীরা জানাজায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; তিনি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সার্পোটে ছিলেন। গত মঙ্গলবার বেলা ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।  স্ত্রী, তিন কন্যা এবং নাতি-নাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন। মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা ২০০১ এবং ২০০৮ সালে বিএনপি মনোনীত ২ বার জাতীয় সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তার বাবা মরহুম আব্দুল মজিদ তালুকদার বিএনপি মনোনীত তিন বারের এমপি ছিলেন।

Check Also

দুপচাঁচিয়া পৌর বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া পৌর বিএনপির উদ্যোগে গরীর দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *