সর্বশেষ সংবাদ ::

ধুনটে স্বামীর বাড়ি থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া সংবাদ  :বগুড়ার ধুনটে ফোলেরা খাতুন (৫৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চৌকিবাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফোলেরা বেগম দিঘলকান্দি গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী।

স্থানীয়সূত্রে জানাগেছে, ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের গোলাম রব্বানীর সঙ্গে ধুনট পৌরসভার পশ্চিম ভরনশাহী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ফোলেরা খাতুনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান রয়েছে। সে বর্তমানে ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকুরিত রয়েছেন। নিহতের স্বামী দিঘলকান্দি তিনমাথা মোড়ে মুদি দোকানের ব্যবসা করেন।

এবিষয়ে ধুনট থানার এসআই নয়ন জানান, নিহত ফোলেরা বেগম মানষিক ভারসাম্যহীন ছিলেন। সোমবার রাতে স্বামী-স্ত্রী এক সঙ্গে খাওয়া-দাওয়া শেষে স্বামী দোকানে চলে যায় বলে জানায় তার পরিবার। মঙ্গলবার সকাল ৮টার দিকে গৃহবধু ফোলেরা বেগমকে স্বামীর ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়। কিন্তু এবিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ বিনা ময়না তদন্তে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

আদমদীঘিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন গ্রেপ্তার

বগুড়া সংবাদ:বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় মোশারফ হোসেন (৫০) নামের এক আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *