সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি পর্দানশীন নারীদের

বগুড়ায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি পর্দানশীন নারীদের

বগুড়া সংবাদ : জাতীয় পরিচয়পত্রে ছবির বদলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় শনাক্তের দাবি জানিয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়ার পর্দানশীন নারী সমাজ। বুধবার দুপুরে শহরের সাতমাথায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক পর্দানশীল নারী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে এ দাবি নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অংশ নেয়া পর্দানশীন নারীদের পক্ষে মোছাম্মাত ওয়ালিদা খাতুন বলেন, শুধু পরিপূর্ণ পর্দা করার কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। গত ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশীন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে এবং শিক্ষাক্ষেত্রেও বঞ্চিত করা হচ্ছে। পরিচয় যাচাইয়ের জন্য বাধ্যতামূলকভাবে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে, যা তারা মেনে নিতে পারেন না।

তিনি বলেন,  ‘ছবি তোলার মাধ্যমে তারা গুনাহে পড়ছেন, যা তারা চাচ্ছেন না। তারা চাইছেন, ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা হোক, এবং এতে নারী সহায়কের উপস্থিতি নিশ্চিত করা হোক। আমিসহ এখানে বেশিরভাগই নারীদেরই এনআইডি কার্ড নেই।

তাই পর্দানশীন নারীদের দীনি অধিকার ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ন রেখে এনআইডি প্রদান করা হোক। সেকেলে চেহারা মেলানোর পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি চালু করতে হবে এবং এ ক্ষেত্রে নারী সহায়ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।

Check Also

ধুনটে আদম ব্যবসায়ীর প্রতারণায় নিঃস্ব পরিবার, ক্ষতিপূরণ আদায়ে অনশন

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনট উপজেলার পাকুড়ীহাটা গ্রামের আদম ব্যবসায়ী সোহান মিয়ার (২৮) প্রতারণার ফাঁদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *