
বগুড়া সংবাদ : শনিবার দুপুরে বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলন করেন পাইকড় ইউনিয়ন পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান মো. খোরশেদ আলম।
তিনি তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, পাইকড় ইউনিয়ন পরিষদের অনিয়ম নিয়ে গত ২৩ জানুয়ারী/২৫ইং তারিখে ৩ নম্বর ওয়ার্ড ইউ পি সদস্য হারুন অর রশিদ উপজেলা নির্বাহি অফিসার বরাবরে যে অভিযোগ করেন তাহা সত্য নহে। মূল ঘটনা হারুন অর রশিদ মূলত পাইকড় ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। তিনি বিগত ৫ আগষ্ট এর পর থেকে অত্র ইউনিয়ন পরিষদে বিভিন্ন ভাবে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি আরও উল্লেখ করেন, আমার সর্ম্পকে হারুন অর রশিদ যে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়েছে আমি পাইকড় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। আমি উক্ত বিষয়ে পাইকড় ইউনিয়নবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাইকড় ইউ পি সচিব তাজুল ইসলাম, ইউ পি সদস্য জাকিয়া সুলতানা, আলী নুর আহসান (পাপ্পু), বাবর আলী, হায়দার আলী, মোজাম্মেল হক মুন্সি, মানিক উদ্দিন প্রামানিক, অত্র ইউ পির অফিস সহকারি তাজুল ইসলাম।