
বগুড়া সংবাদ : বগুড়ার সান্তাহার পৌরসভার আট নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়-৩, (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোমেন তালুকদার খোকার সুস্থতা কামনা করে গতকাল শনিবার বাদ এশা মালশন জামে মসজিদে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ও ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান ফজলু, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল হক মুক্তার, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, ওয়ার্ড যুবদল নেতা এমরান হোসেন সেলিম, সুমন হোসেন, সান্তাহার পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন ইয়াশ, ওয়ার্ড ছাত্রদল নেতা ফাহমিদ বিন রফিক, স্থানীয় নেতৃবৃন্দসহ মসজিদের মুসল্লীগণ।