
বগুড়া সংবাদ :বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর অষ্টম শ্রেণীর আর্চারি ক্যাডেট সাংবাদিক পুত্র ইমতিয়াজ আমিন ফাতেমী ফুয়াদ নাটোরের গুরুদাসপুরের খুবজীপুর স্কুল মাঠে তারুণ্যের উৎসবে বাংলাদেশ আর্চারি ফেডারেশন আয়োজিত আর্চারি রিকার্ভ পুরুষ গ্রুপের টুর্নামেন্টে রৌপ্য পদক লাভ করেছে। ২৪ জানুয়ারি অনুষ্ঠিত ঐ টুর্নামেন্টে বিকেএসপির আরেক ক্যাডেট মো: সাইফুল ইসলাম স্বর্ণ পদক লাভ করেন। ফুয়াদ বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড এর সবুজবাগ এলাকার অধিবাসী ও দৈনিক সকলের খবর পত্রিকার বার্তা সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান কোয়েল ও গৃহিণী ফাতেমাতুজ জহুরার ছোট ছেলে। স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান ও আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবুদ্দিন আহম্মেদ চপল বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা