
বগুড়া সংবাদ : সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের রশিদপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে দু’টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি গত রোববার রাত ৭টার দিকে ঘটেছে। ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জাহিদুল মন্ডলের ছেলে ক্ষতিগ্রস্ত মামুন ও রিমন জানান রাত আনুমানিক ৭টায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে সেমিপাকা ঘর,সকল প্রকার কাপড়,আসবাবপত্র,স্বর্ণ,নগদ টাকা, ধান,চাল,ডাল,তাদের ঘরে রাখা দোকানের বিভিন্ন মালামাল,গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ৩০ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের উত্তর পাশের বজলুর রহমান ভোলার ঘরের চালার টিনের আংশিক ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের প্রথম দিকে স্থানীয়রা আগুন নিভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সোনাতলা ফায়ার সার্ভিসের কর্মিরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিভাতে সক্ষম হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক পরদিন সোমবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে রশিদপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন শেষে ওই পরিবারদের মাঝে নগদ টাকা ও কম্বল বিতরণ করেন। সেইসাথে তাদেরকে শান্তনা দেন। এ সময় তার সাথে ছিলেন সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু, বালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও বালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিজু মন্ডল। ওই রাতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির,বিএনপি নেতা সেলিম রেজা বাবলা ও বালুয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিছুর রহমান-সহ অনেকে। এদিকে ওইদিন বেলা ১২টার দিকে জোড়গাছা ইউনিয়নের পারহলিদাবগা গ্রামের মোঃ অসু মিয়ার বাড়িতে অগ্নিকান্ডে ঘর,ফ্রিজ, আসবাব পত্র,কাপড়-চোপড় ও নগদ টাকা-সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটির প্রায় চারলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী জানান চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ পরিবারে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে কম্বল ও জোড়গাছা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কিছু নগদ টাকা বিতরণ করা হয়।