
বগুড়া সংবাদ :সোনাতলা পৌর যুবদলের আহবায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ হারুন-অর-রশিদ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে গত রোববার সন্ধ্যায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে মোঃ হারুন-অর-রশিদ লিখিত বক্তব্যে বলেছেন কিছু বাজে মানুষ সোনাতলার অনেক স্বনামধন্য ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশ্লীল ভাষা ব্যবহার করে আসছে। এতে সোনাতলার সুশীল সমাজের মানুষের মারাত্মক ক্ষতি ও সুনাম ক্ষুন্ন হচ্ছে। যা লজ্জাকর বিষয়। ফেসবুকে জাফর ইকবাল নামে ফেক আইডি থেকে এমন কর্মকান্ড চালাচ্ছে। ওই ফেক আইডি থেকে আমার বিরুদ্ধেও মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালিয়েছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। যে বা যারা এমন কর্মকান্ড চালাচ্ছে আমি তাকে বা তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এতে উপযুক্ত শাস্তি দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানাচ্ছি। এ সময় তার সাথে সোনাতলা পৌর এলাকার বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।
সোনাতলার গড়ফতেপুর এতিমখানা মাদ্রাসা কমিটির সদস্য
আব্দুল মান্নানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুর দারুস সালাম এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য আব্দুল মান্নানের অকাল মৃতুতে গত শুক্রবার বাদ এশা মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে মাদ্রাসা কক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ শরিফুল ইসলাম,মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি এস.এম.হাদী,সাধারণ সম্পাদক ছারোয়ার জাহান,সদস্য এনামুল হক,মাদ্রাসার হিতাকাঙ্খি আমজাদ হোসেন,সিনিয়র সাংবাদিক কাজী মোশাররফ হোসেন মজনু,সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, গোলাম আজম মুঞ্জু,মাহমুদুর রহমান রনি ও মরহুম আব্দুল মান্নানের ছেলে মোঃ মানিক মিয়া। বক্তারা মরহুম আব্দুল মান্নানের কর্মময় জীবনী ও গুনাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে সকলে মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্যধারণ করার আহবান জানান। আব্দুল মান্নান সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য ও একজন সমাজ সেবক ছিলেন।