

বগুড়া সংবাদ : বগুড়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫ এর উদ্বোধন হয়েছে। সোমবার সন্ধ্যায় মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে মেলাটির উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বগুড়া চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. সাইফুর রহমান শাহিন, সমাজসেবা অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক আবু সাঈদ মোহাম্মদ কাওসার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সেক্রেটারি এস এম আবু সাঈদ। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মমিন রশিদ শাইন, বগুড়া প্রেসক্লাবের সাবেক কোষাধক্ষ্য আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কোষাধক্ষ্য ফেরদৌস রহমান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার অফিস সম্পাদক শামীম আহম্মেদ,সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কার্যনির্বাহী সদস্য প্রতীক ওমর, মাহফুজ মন্ডল।