সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে প্লাস্টিকের বস্তায় চাল রাখায় ব্যবসায়ীর অর্থ দন্ড

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগরে প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে টিপু খাঁন (২২) নামে এক ব্যবসায়ীর অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করে অর্থ দন্ড করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।
আদালত সুত্র জানায়,পাটজাত পন্যের ব্যবহার নিশ্চিত করতে এদিন দুপুরে উপজেলা সদরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় সদর বাজারে চাল ব্যবসায়ী টিপু খাঁনের দোকানে প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন/২০১০ অনুযায়ী ৩০০টাকা অর্থ দন্ড করা হয়েছে।
ব্যবসায়ী টিপু খাঁন উপজেলার খট্রেশ্বর গ্রামের আব্দুল ওহাব আলীর ছেলে বলে আদালত সুত্র জানিয়েছে।

Check Also

শিবগঞ্জে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত 

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ বগুড়া) :  বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ও শিবগঞ্জ  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *