সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের লিফলেট বিতরণ

বগুড়ায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী
ছাত্রআন্দোলনের লিফলেট বিতরণ

বগুড়া সংবাদ:  জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসাবে সোমবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের পক্ষ থেকে বগুড়া শহরব্যাপী লিফলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক সাকিব মাহদী। লিফলেট বিতরণের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা অধিকার, ইনসাফ ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র চাই। এটার জন্যই আমাদের পুর্বপুরুষেরা রক্ত দিয়েছে। তারই ধারাবাহিকতায় ’২৪-এ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হয়েছে তার দালিলিক ভিত্তি হবে এই ঘোষণাপত্র।’ তিনি সরকারকে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার দাবি জানান। এছাড়া কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবির পক্ষে জনমত গঠনের জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন। বগুড়া পুলিশ প্লাজার সামনে থেকে কয়েকশ মানুষের বহর নিয়ে শহরের নবাববাড়ি রোড, কাঠালতলা, থানা মোড়, সাতমাথা, ইয়াকুবিয়া মোড়, জ্বলেশ্বরীতলা প্রদক্ষিণ করে জজকোর্টের সামনে এসে শেষ হয়। এসময় আরও উপস্থিতি ছিলেন জাতীয় নাগরিক কমিটির বগুড়া জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকি, খন্দকার মিদুল হোসাইন, জিয়াউর রহমান, ডাঃ আব্দুল্লাহ আল সানী, এ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জ্বীম, মতিউর রহমান পিটু এবং বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের বগুড়ার সমন্বয়ক মাহমুদুল হাসান, এ.এম.জেড শাহরিয়ার জুহিন, সাকিব খান, রাব্বী, হাসান মোল্লা, জোবায়ের প্রমূখ।

Check Also

দুপচাঁচিয়া নারী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া ধাপসুলতানগঞ্জ পৌর হাট বণিক সমিতির আয়োজনে নারী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *