দুপচাঁচিয়া পূবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

বগুড়া সংবাদ :পূবালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় বগুড়া অঞ্চলের দুপচাঁচিয়া শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গত ৮জানুয়ারি বুধবার দুপুরে ব্যাংকের বগুড়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীম দুপচাঁচিয়া মহিলা কলেজ ও দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন করে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শামীম হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ শামসুল হক আকন্দ, উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, ব্যাংকের দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক এনামুল হক প্রমুখ। পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে জলবায়ু ও পরিবেশের বিরূপ প্রভাব থেকে মুক্তি পেতে বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় উপজেলা বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধী গাছ রোপন করা হবে।

Check Also

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহামুদ শরীফ মিঠুকে সংবর্ধনা

বগুড়া সংবাদ : বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহামুদ শরীফ মিঠুকে সুষ্ঠু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *