বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর ছাত্র দলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ যোহর ওয়াকসপ জামে মসজিদে কোরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোরআন খতম, দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহাফুজুল হক টিকন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু, সান্তাহার পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক হোসেন, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সনি, সিনিয়র সহ-সভাপতি সোয়াইব হোসেন শিমুল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আবিদ, ছাত্রদল নেতা মহান, সোহাগ, ঐক্য, সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের নেতা মাহবুব, বিপ্লব, রবিউল প্রমুখ। দোয়া শেষে সাধারন মুসল্লীদের মাঝে খাবার বিতরন করা হয়।