সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে রূপালী ব্যাংকে মতবিনিময়

রাণীনগরে রূপালী ব্যাংকে মতবিনিময়

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগরে রূপালী ব্যাংক পিএলসি রাণীনগর শাখার আয়োজনে নতুন বছরের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর রূপালী ব্যাংক পিএলসি শাখার শাখা ম্যানেজার মাইকেল কুমারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন।
অন্যদের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম,রূপালী ব্যাংক পিএলসির নওগাঁ জোনের ডিজিএম গোলাম নবী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খান (অংকুর) ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফাইসাল তালুকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন, কর্মচারীবৃন্দ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস, সাধারণ সম্পাদক মোসারব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

ধুনটে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

বগুড়া সংবাদ :বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি পশ্চিমপাড়া এলাকার জুয়ার আসর থেকে ৬ জনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *