সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া নাগরনদে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তির এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুড়া এলাকার নাগরনদে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে এক মাসের কারাদন্ড সহ উত্তোলিত বালুজব্দ এবং বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজিং মেশিন সহ যাবতীয় সরঞ্জামাদী অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ৩জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তরা হলেন নিমাইকোলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে খোকন হোসেন(৩৬) ও একই এলাকার হবিবর প্রাং এর ছেলে ফারুক হোসেন(৩৮)। এসময় সেনাবাহিনী, পুলিশ সদস্য ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি বলেন, বালু দস্যুদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Check Also

বগুড়ায় জুলাই আন্দোলনের শহীদ কমর উদ্দিনের বাড়িতে হামলা

বগুড়া সংবাদ :  বৈষম্যবিরোধী জুলাই ছাত্র আন্দোলনে প্রাণ দেওয়া শহীদ কমর উদ্দিন বাঙ্গির পরিবারের ওপর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *