সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে যুবককে কুপিয়ে জখম

বগুড়া সংবাদ :নওগাঁ রাণীনগরে দোকান থেকে ফেরার পথে দেলোয়ার হোসেন (৩৯) নামে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের ডাকাহারের মোড় নামক এলাকায় এঘটনা ঘটে।

আহত দেলোয়ার কালীগ্রাম ডাকাহার পাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে।
আহত দেলোয়ার হোসেন জানান,আবাদপুকুর চারমাথায় তার তাসনিম পেপার হাউজ ও ফটোকপির দোকান রয়েছে। সেই সাথে বিকাশে লেনদেনের ব্যবসাও রয়েছে । শুক্রবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার সময় আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের ডাকাহারের মোড় নামক স্থানে পৌছলে ৫/৭জন মুখোষধারী মোটরসাইকেল চলন্ত অবস্থায় লোহার রড দিয়ে এ্যলোপাথারি কোপাতে থাকে। এসময় রক্তাক্ত জখম অবস্থায় কোন রকমে ছুটে বাড়ীতে পৌছেন। পরে লোকজন তাকে উদ্ধার করে আবাদপুকুর একটি ক্লিনিকে ভর্তি করে দেয়।
তিনি জানান,হামলাকারীরা হয়তো ছিন্তাইয়ের উদ্দেশ্যেই পথরোধ করেছিল। কিন্তু মোটরসাইকেল আটকাতে না পেরে কোন কিছু নিতে পারেনি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,এঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Check Also

Беттинг на атлетику и однорукие бандиты в онлайн-казино

Беттинг на атлетику и однорукие бандиты в онлайн-казино Физкультурные вложения и однорукие бандиты в виртуальных …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *