বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুড়া এলাকার নাগরনদে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে এক মাসের কারাদন্ড সহ উত্তোলিত বালুজব্দ এবং বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজিং মেশিন সহ যাবতীয় সরঞ্জামাদী অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ৩জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তরা হলেন নিমাইকোলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে খোকন হোসেন(৩৬) ও একই এলাকার হবিবর প্রাং এর ছেলে ফারুক হোসেন(৩৮)। এসময় সেনাবাহিনী, পুলিশ সদস্য ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি বলেন, বালু দস্যুদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
