বগুড়ায় বিএনপি অফিসে হামলার অভিযোগে সাবেক ২ এমপিসহ আ’লীগের ৮২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা : গ্রেফতার ১

বগুড়ায় বিএনপি অফিসে হামলার অভিযোগে সাবেক ২ এমপিসহ আ’লীগের ৮২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা : গ্রেফতার ১

বগুড়া সংবাদ  : বগুড়ায় বিএনপি অফিসে হামলার অভিযোগে সাবেক ২ এমপিসহ আ’লীগের ৮২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা : গ্রেফতার ১
বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বসহ মোট ৮২ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিএনপি বগুড়া জেলা কমিটির সহ-দপ্তর সম্পাদক রহিমা খাতুন বৃহস্পতিবার (১৫ আগস্ট) বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ্ মামলাটি রেকর্ড করার কথা জানিয়ে বলেছেন, মামলার এজাহার নামীয় একজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার এজাহারে যে ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে তাদের অন্যতম হলেন: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, দলটির জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সভপতি সাজেদুর রহমান সাহিন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম।

 

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *