বগুড়া সংবাদ : শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী সোনাতলায় কেউ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটানোর জন্য পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে স্থানীয় জনগণের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে। গত রোববার সন্ধ্যায় সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের নির্দেশনায় স্থানীয় বিএনপি নেতা এসএম হাদির নেতৃত্বে সোনাতলা ফাজিল মাদ্রাসার মোড়সহ বিভিন্ন মোড়ে ও রাস্তায় ঘুরে ঘুরে হ্যান্ড মাইকিংয়ে উল্লেখিত বিষয়ে প্রচারণা চালানো হয়। ওয়ার্ড বিএনপি নেতা জাহিদুল ইসলাম মুন্সি,মোঃ রমজান আলী মুন্সি ও তাহেরুল ইসলামসহ পৌরসভার ৩ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরাসহ অন্যরাও মহৎ এই উদ্যোগে অংশ গ্রহণ করেন।
Check Also
দুপচাঁচিয়ায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত
বগুড়া সংবাদ: দুপচাঁচিয়া উপজেলায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে …