বগুড়া সংবাদ : দেশের শিক্ষার্থীদের ও জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনে আনন্দিত ও উল্লাসিত হয়ে ওঠে দেশবাসী। এর ধারাবাহিকতায় দেশের অন্যান্য স্থানের মতো বগুড়ার সোনাতলা সরকারি নাজির আখতার অনার্স কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বুধবার (১৪ আগস্ট) থেকে কলেজ ক্যাম্পাসের ভিতর অংশে পুরনো ও অপরিস্কার সীমানা প্রাচীর রঙিন করে তোলার কাজ করছে। শিক্ষার্থীরা রঙিন করা প্রাচীরে বিভিন্ন কথা লিখে গ্রাফিতি (গ্রাফিক্স)-এর কাজ শুরু করে। যেমন: লেখা হয়েছে ‘বলো বীর চির উন্নত মমশির,’ ‘এমন রক্তাক্ত জুলাই আর ফিরে না আসুক’, ‘সাবাস বাংলাদেশ’ ইত্যাদি। বিভিন্ন আকারের রংতুলি হাতে নিয়ে নানা রঙে গ্রাফিতি (গ্রাফিক্স) লেখার মাধ্যমে কলেজটি রঙিন করে তুলছে শিক্ষার্থীরা। তাদেরকে কাজের ফাঁকে ফাঁকে পতন হওয়া শেখ হাসিনার স্বৈরাচারী সরকার সম্পর্কে নানাখোশ গল্প করতে দেয়া যায়। এ সময় উপস্থিত ছিলেনশিক্ষার্থীমোনাইম,রাসেল,মিজানুর,দীপা,রিম্পি,মিনহাজ,সাদ,তন্নি,রায়হান,চৈতি,জান্নাতি,আফরিনা,লিজা,মেহেদী,ফাহিম,রিয়া,সূচি ও রাহিন-সহ অনেকে। এদের কেউ বলেছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা বাংলাদেশকে নতুনভাবে পেয়েছি। সেই আনন্দে আমরা আমাদের কলেজ ক্যাম্পাসকে নতুনভাবে রাঙিয়ে তোলার জন্য গ্রাফিক্সের কাজ করছি। কেউ বলেছে এদেশকে আমরা নতুনভাবে পেয়েছি। স্বৈরশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। এ লক্ষ্যেই আমরা গ্রাফিক্সের কাজ করে আমাদের সরকারি নাজির আখতার কলেজকে রঙিন করে তুলছি।
Check Also
বগুড়ায় ফতেহ আলী বাজারে জরিমানা, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান
বগুড়া সংবাদ: বগুড়ায় সরকার নির্ধারিত মূল্যে মুরগি ও ডিম বিক্রি নিশ্চিত করাসহ নিত্য প্রয়োজনীয় …